• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

এবার রাজশাহী-কলকাতা ট্রেন চালুর ঘোষণা

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

ঢাকা ও খুলনার পর এবার রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে। নতুন এ ট্রেন চালু হলে ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বেড়ে হবে ৪। 

শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন সমঝোতা (এমওইউ) স্বাক্ষরের পর গণমাধ্যমে এ ঘোষণা দেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। 

বর্তমানে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। দুদিনের সফর শেষে আজই দেশে ফিরেছেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে দুই দেশের মধ্যে বৈঠকের ১০টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া বৈঠক শেষে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –