• শনিবার ০৩ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৬ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

কৃষির যান্ত্রিকীকরণে সরকার ভর্তুকি দিচ্ছে: ধর্মমন্ত্রী

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪  

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলছেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষির যান্ত্রিকীকরণে ভর্তুকি প্রদান করা হচ্ছে। 

জামালপুরের দেওয়ানগঞ্জে অফিসার্স ক্লাব হলরুমে বৃহস্পতিবার জিলবাংলা চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। 

ধর্মমন্ত্রী বলেন, সরকার সার, বীজ, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি প্রদান করছে। এর মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তিনি বলেন, কৃষিই আমাদের অর্থনীতির প্রাণ। দেশের সামগ্রিক উন্নয়নে কৃষির অবদান অপরিসীম। কৃষকেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।

তিনি আরো বলেন, বহুবিধ কারণে আখ চাষ ধারাবাহিকভাবে কমে গেছে। এর ফলে বেশ কয়েকটি চিনিকল বন্ধ হয়ে চিনি উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। চিনির বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

আখ চাষীদের পূর্বের ন্যায় আখ চাষ করে চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করার অনুরোধ জানান মন্ত্রী।

সভায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জিলবাংলা চিনিকল ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মান্নান মোল্লা, শফিকুর রহমান শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –