• শনিবার ০৩ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৬ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

আদালতের ওপর ভরসা রেখে ছাত্রদের ক্লাসে ফেরা উচিত

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

কোটাবিরোধী আন্দোনলকারীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আদালতের ওপর ভরসা রেখে ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়া উচিত।

তিনি বলেন, সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া শেষ না হলে কোটার বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়ার কোনোই সুযোগ নেই।

শনিবার বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

সাবজুডিস বিষয়ে কমিশন গঠনের সুযোগ সরকারের নেই জানিয়ে আরাফাত বলেন, সংসদে আইন প্রণয়নের যে দাবি উঠেছে তা অজ্ঞতাপ্রসূত, আন্দোলনকারীরা বারবার ভিন্ন ভিন্ন দাবি করছে- এতে বোঝা যায় কোটা সংস্কারের নামে তাদের ভিন্ন দুরভিসন্ধি রয়েছে।

জনদুর্ভোগ হলে ব্যবস্থা নেয়া হবে বলেও সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –