• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন করা হয়েছে।

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

পৃথিবীর অন্যতম সেরা বাংলাদেশি জাত ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষকদের উপস্থিতিতে বাংলাদেশের এই স্থানীয় জাতের ছাগলের জীবনরহস্য উন্মোচনের তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য মো. জসিমউদ্দিন খান।

গবেষক দলের নেতৃত্বে ছিলেন পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার। তিনি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক। তাঁর সাথে ছিলেন বাকৃবি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) একদল গবেষক।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক জৈবপ্রযুক্তিবিষয়ক সংস্থা এনসিবিআই থেকে তা নিবন্ধন পেয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –