• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আট বছর পর জুমার নামাজের ইমামতি করবেন খামেনি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘ আট বছর পর জুমার নামাজের ইমামতি করবেন আজ।
ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে ইরান এখন চরম সংকটে। দেশজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। তাই চরম হতাশা ও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে দেশটির নেতারা। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে এ বিষয়সহ অন্যান্য সংকট নিয়ে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন খামেনি।

ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ তেহরানে বিধ্বস্ত হয়। পশ্চিমা বিভিন্ন দেশ দাবি করে ইরানের ক্ষেপণাস্ত্রতেই বিমান বিধ্বস্ত হয়। তবে কিছুদিন অস্বীকার করলেও শেষ পর্যন্ত মানবিক ভুল ব্যাখ্যা দেয় ইরান সেনাবাহিনী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –