• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ইইউ পার্লামেন্টে বহুল আলোচিত ব্রেক্সিট পাস

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

এবার ইউরোপীয় পার্লামেন্টে পাস হয়েছে বহুল আলোচিত ব্রেক্সিট চুক্তি। এ চুক্তি অনুমোদনের ফলে ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। ব্রেক্সিট চুক্তিকে সমর্থন জানিয়েছেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা।
বুধবার ব্রাসেলসে ইইউ পার্লামেন্ট সদস্যদের বিতর্কের পর এ চুক্তি পাস হয় বলে জানা গেছে। পার্লামেন্টের ৬২১ সদস্য এ চুক্তির পক্ষে ভোট দিয়েছেন এবং এর বিপক্ষে ভোট দিয়েছেন ৪৯ জন।

এর আগে গত ২১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে এক বড় ভোটের ব্যবধানে ব্রেক্সিট বিলটি পাস করেন এমপিরা। ইইউ থেকে প্রত্যাহার করা বিলটির পক্ষে তখন পার্লামেন্টে ভোট দেন ৩৫৮ জন। আর বিপক্ষে ভোট দেন ২৩৪ জন।

৪০ বছরের বেশি সময় ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের ২৩ জুন এক গণভোটের আয়োজন করে ব্রিটেন। সেখানে দেশটির নাগরিকদের কাছে জানতে চাওয়া হয়েছিল ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা উচিত নাকি ছেড়ে যাওয়া উচিত।

সেখানে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ৫২ শতাংশ ভোট পড়ে। কিন্তু সেই ভোটের ফলাফলের পরেই ব্রেক্সিট বাস্তবায়ন হয়নি। বহুল আলোচনা তর্ক বিতর্কের পর অবশেষে শুক্রবার ইইউ ছাড়বে ব্রিটেন। 

সূত্র- বিবিসি

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –