• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

করোনা ভাইরাসে আক্রান্ত ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

চীন থেকে মধ্যপ্রাচ্যের ইরানে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি। এতদিন ধরে ইরানে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের খবর দিয়ে আসছিলেন তিনি। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহ এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।

গত কয়েকদিন ধরেই সামান্য অসুস্থ বোধ করছিলেন হারিরছি। সোমবার এক সংবাদ সম্মেলনে হাঁচি-কাশি দিতে দেখা গিয়েছিলো তাকে।

চীনে করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করলেও সম্প্রতি ইরানসহ বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার নিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ জন আর আক্রান্ত হয়েছে আরও ৯৫ জন। ভাইরাস মোকাবিলায় ইরানি প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি।

সোমবার ইরান সরকারের মুখপাত্র আলি রাবেয়ির সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন ইরাজ হারিরছি। সেখানে তাকে কাশি দিতে এবং ঘাম ঝরতে দেখা যায়। এরপর দিনই তার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য জানা গেল।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের বিভিন্নস্থানে গানের অনুষ্ঠান ও ফুটবল ম্যাচ বাতিল করেছে ইরানি কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয়েছে বহু স্কুল ও বিশ্ববিদ্যালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ মৃত্যু ও আক্রান্ত হওয়া মানুষই কোম শহরের বাসিন্দা বা সেখানে সফর করে আসা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –