• বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৮ ১৪২৯

  • || ২৮ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
১৫৯ উপজেলাকে গৃহ-ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী টিউলিপ চাষ করে ৪০ হাজার টাকার চেক পেলেন নারী চাষিরা পূর্ণাঙ্গ কমিটি পেল গাইবান্ধা জেলা আ.লীগ ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সজাগ সরকার ট্রেনের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে মিলবে অনলাইনে: রেলমন্ত্রী

পুরুষরা যেভাবে গলার দাগ থেকে মুক্তি পেতে পাবেন

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

পুরুষেরা দিনের বেশিরভাগ সময়ন কলার দেওয়া শার্ট পরে কাটিয়ে দেন। এতে সহজেই গলা, ঘাড়ের চার পাশে ঘাম জমতে থাকে। তার ফলে মাঝেমাঝেই গলার চারপাশে কালো ছোপ, দাগ পড়ে যায়। কিন্তু দিনের পর দিন কী এই সমস্যা মেনে নেয়া যায়? 

না। বরং অভ্যাসে একটু বদল আনা দরকার। নিজের রূপচর্চার অভ্যাস, যাতে গলার চারধারের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যায়? এমন তিনটি উপায় জেনে নিন:

>> প্রতি রাতে ঘুমের আগে অ্যালোভেরা জেল মেখে নিতে পারেন গলার চারপাশে। সকালে ঘুম থেকে উঠে মুখ, ঘাড়, গলা ধুয়ে ফেলুন। দিন কেয়েকেই এই দাগ-ছোপ থেকে মিলবে মুক্তি।

>> সকালে কাজে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। শুধু মুখে নয়, হাত এবং গলাতেও মাখবেন লোশন।

>> দুধের ল্যাক্টিক অ্যাসিডও কম সময়ে মুক্তি দিতে পারে এই সব দাগ থেকে। শরীরের যে সব অংশে কালো দাগ পড়েছে, সেখানে দুধ মেখে নিন। তারপর ২০-৩০ মিনিট সে ভাবেই রেখে দিন। দুধ শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –