• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে সীমান্ত গ্রাম থেকে বস্তা ভর্তি ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

পঞ্চগড় জেলা সদরের সীমান্ত গ্রাম থেকে বস্তা ভর্তি একশত বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি  (৫৬ ব্যাটালিয়ন) নীলফামারী। বুধবার সকাল ৯টার দিকে বিজিবি (৫৬ব্যাটালিয়ন) নীলফামারী এর অধিনস্থ পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া বিওপির ভুটিয়াপাড়া নামক স্থান থেকে ওই সব ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি (৫৬ব্যাটালিয়ন) জানায়, দেশীয় চোরাকারবারীরা ভারতে থেকে ধানের বস্তায় ১০০ বোতল ফেন্সিডিল পাচার করে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার নং-৭৫৪/২ এস দিয়ে বাংলাদেশের ভুটিয়াপাড়ায় প্রবেশ করছে। এমন গোপন খবরে বিজিবি নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন ঘাগড়া বিওপির একটি টহল দল ওই এলাকায় অভিযানে চালালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। এসময় বিজিবি টহল দল বস্তা ভর্তি ফেন্সিডিল উদ্ধার করে ঘাগড়া বিওপিতে নেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক মো. মামুনুল হক বলেন, ওই বস্তা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –