• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে বেগম রোকেয়া স্মরণে নারীদের ষান্মাসিক র্যালী

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

'নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন যাত্রা ' এই প্রতিবাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ভারতীয় উপমহাদেশের নারী জাগণের পথিকৃত মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মরণে ষান্মাসিক র্যালী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় পৌরসভার আয়োজনে ও তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের সহযোগিতায় এ রয়ালীটি অনুষ্ঠিত হয়। 

এসময়  উক্ত রয়ালীতে উপস্থিত ছিলেন,  পৌরসভার,  সচিব মো.মজিবর রহমান,প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির,পৌরসভার সহকারী প্রকৌশলী কনক চন্দ্র দে, হিসাবরক্ষক আব্দুল খালেক ও  বস্তি উন্নয়ন কমিটি চেয়ারপারসন রাবেয়া খাতুনসহ অন্যান্যরা। 

এসময় র্যালীটি পৌরসভা থেকে বের হয়ে জেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ হয়ে আবার একই  স্থানে গিয়ে শেষ। এতে বিভিন্ন এলাকার নারী ও কিশোরীরা অংশ গ্রহন করে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –