• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

তেঁতুলিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক রোড শো

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ের নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক ক্যারাভান রোড শো উদ্বোধন হয়েছে। 

বুধবার (৬ জানুয়ারী) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে ক্যারাভান রোড শো'র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেন, আইপিটিম প্রতিনিধি কৃষিবিদ বদিউজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় করোনাকালীন সময়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে সচেতনতামূলক এ ক্যারাভান রোড শো'র উদ্বোধন ঘোষণা করা হয়। 

পরে উপজেলার ৭ টি ইউনিয়নর বিভিন্ন হাট-বাজার ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফটলেট বিতরণসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –