• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে বাতাস ও ঘন কুয়াশায় আবারো জেঁকে বসেছে শীত। তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। হিম বাতাস আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতে কাজে বের হতে না পেরে মানবেতর জীবনযাপন করছে খেটে খাওয়া মানুষ। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার পাশে আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এবং কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করেছে। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –