• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

৬ হাজার টাকার জন্য খুন হন সয়ন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে স্থানীয় যুবক সামিউল ইসলাম সয়নকে চা খাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যান ঠাকুরগাঁওয়ের যুবক মুন্না ও মাসুদ রানা শুভ। পরে তার কাছ থেকে ৬ হাজার টাকা দাবি করেন তারা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সয়নের মাথায় আঘাত করে চলন্ত মোটরসাইলে থেকে ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা।

তিনি জানান, মাত্র ৬ হাজার টাকা আদায়ের জন্য সয়নকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান মুন্না ও মাসুদ রানা শুভ। পরে তাকে নিয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়ার উদ্দেশে রওনা দেন তারা। পথিমধ্যে আটোয়ারী উপজেলার কোনপাড়া এলাকায় পৌঁছালে তাদের মধ্যে মোটরসাইকেলেই বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার সয়নের মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি ধরতে অভিযানে নামে পুলিশ। পরে হত্যাকাণ্ডের ৩৪ দিনের মাথায় মামলার অন্যতম আসামি মাসুদ রানা শুভকে গেল মঙ্গলবার দিনগত রাতে সাভারের আশুলিয়া থেকে র‌্যাব ৪ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি মুন্নাকে শিগগিরই গ্রেফতার করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –