• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩  

আজ শনিবার পঞ্চগড় জেলা পুলিশ এর আয়োজনে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিতি ছিলেন মোঃ জহুরুল ইসলাম, এসএম সিরাজুল হুদা, এসএম শফিকুল ইসলাম, আনোয়ার সাদাত সম্রাট, আমিরুল ইসলাম, মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে "পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্য বিষয়ে একটি র‍্যালি পুলিশ লাইন্স পঞ্চগড় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ পূর্বক পুলিশ লাইন্সে এসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা, নাগরিক এবং কমিউনিটি পুলিশিং ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের বিষয়ে বিভিন্ন  প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্মার্ট আবিষ্কারের ফলে বর্তমানে নাগরিকগণ ঘরে বসে পুলিশের সেবা পেয়ে যাচ্ছে যার ফলে বাংলাদেশ পুলিশ বর্তমানে বাংলার জনসাধারণের প্রকৃত বন্ধু হয়ে উঠেছেন। সমাজে অপরাধ দমন ও প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের পাশাপাশি সাধারণ নাগরিকের দায়িত্ব কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সমাজে অপরাধ প্রতিরোধে নাগরিকদের পুলিশকে সহয়তা করার বিষয়ে গুরুত্বরোপ করা হয় এবং অপরাধ দমন করে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –