• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দেবীগঞ্জে সেফটি ট্যাংকে মাটি চাপা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বাড়ির সেফটি ট্যাংকে মাটি চাপা অবস্থায় চিন্তা মনি নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ পৌরসভার মধ্যে পাড়ায় দেবীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিন্তা মনি পৌর শহরের ২ নাম্বার ওয়ার্ডের মধ্যপাড়ার মৃত ধরনী ঋষির স্ত্রী। তিনি বাসায় একা থাকতেন। তার একমাত্র মেয়ে রেনু ঢাকায় থাকেন। গত ৫ দিন থেকে চিন্তা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার (৬ নভেম্বর) স্থানীয়রা বাসায় খোঁজ নিতে এসে সেপটিক ট্যাংকের আশপাশে সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের ঢাকনা সরালে মাটি ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মাটি সরালে চিন্তা মনির মরদেহ দেখতে পাওয়া যায়। সেপটিক ট্যাংকের পাশেই টিউবওয়েল ও রান্নার চুলা ছিল। টিউবওয়েলের ব্যবহৃত পানি সেই সেপটিক ট্যাংকে গিয়ে পড়ত।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছা. রুনা লায়লা ও দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।

এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –