• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

এক হাজার শিশু পেল শীতের উপহার

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাদরাসার এক হাজার শিশু ছাত্র ছাত্রীদের শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ দেয়া হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। 

এছাড়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীকে সম্মাননা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবীর আকন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও জাবিয়ানরা উপস্থিত ছিলেন।

পরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –