• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪  

দুইদিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে প্রচুর শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। সন্ধ্যার পর শুরু হয় কুয়াশার দাপট। কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, দুইদিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে প্রচুর শীত অনুভূত হচ্ছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশের উপরিভাগে ঘনকুয়াশায় আচ্ছন্ন থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছরে পঞ্চগড়ে বেশি শীত অনুভূত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। এক মাসেরও বেশি সময় ধরে শীতে কাঁপছে পঞ্চগড়। প্রতিদিন সন্ধ্যার পরপরই ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সামান্য দূরের বস্তুকে দেখা যায় না কুয়াশার জন্য। মধ্যরাত থেকে শুরু হচ্ছে বৃষ্টির মতো ঘনকুয়াশা ঝরা। সঙ্গে থাকছে উত্তরের হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের এমন পরিস্থিতিতে দিনমজুর ও শ্রমিকরা বেশি দুর্ভোগে পড়েছেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –