• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

৮.৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, স্কুল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  

পঞ্চগড়ে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে জেলা শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। 

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ্জ্জুামান জানান, জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কার্যালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শৈত্যপ্রবাহ ও টানা তীব্র শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –