• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

জেলার দেবীগঞ্জে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের বাগদহ উচ্চ বিদ্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ১৫০ জন অসহায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.নাঈম মোর্শেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো.আনোয়ার হোসেন, এটিএম ইউনুস, তৈয়বুর রহমান, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নইমুল হুদা সরকার প্রমুখ।

এছাড়া দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের পাঁচটি উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ।

 

 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –