• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

সড়কে হারিয়ে যাওয়া টাকা খুঁজতে গিয়ে লাশ হলেন লাল মিঞা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

পঞ্চগড় সদর উপজেলায় সড়কে হারিয়ে যাওয়া ৭০০ টাকা খুঁজতে গিয়ে ট্রাকচাপায় লাল মিঞা নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (২৬ জানুয়ারি) গভীর রাতে সদরের জগদল এলাকার গোয়ালপাড়া কদমতলা গ্রামে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাল মিঞা জগদল উপজেলার বাজার এলাকার ময়নুল হকের ছেলে। তিনি পেশায় ইজিবাইকের চালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা শ্রী তরুণ বলেন, আমরা বাজারে অবস্থান করছিলাম। এ সময় এক অটোচালক এসে বলেন, মাঝসড়কে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে আমরা ৯৯৯ এ কল করে পুলিশকে বিষয়টি জানাই। তবে জানা যায়, মাঝসড়কে হারিয়ে যাওয়া আয়ের ৭০০ টাকা খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদ বলেন, হেঁটে রাস্তা পার হওয়ার সময় তেঁতুলিয়াগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন লাল মিঞা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –