• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে শীতার্তদের পাশে ঢাবি অর্থনীতি বিভাগ ’৮৫

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯৮৫ সালের ব্যাচের উদ্যোগে পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

ব্যাচের সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান এবং সদস্য মো. শহীদুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়। 

সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. ফরহাদ আহমেদ, সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ও সদস্যগণ।

সাতমেরায় কম্বল বিতরণকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ১৯৮৫ ব্যাচের সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা এই ব্যাচের শিক্ষার্থীরা পঞ্চগড়ে শীতার্তদের সহায়তার জন্য এগিয়ে এসেছি। সমাজের বিত্তবানদেরও আমাদের এই উদ্যোগের সাথে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।’

সাতমেরায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়। সাতমেরার পর বিকেলে তেঁতুলিয়া উপজেলায় আরও তিনশতাশিক কম্বল বিতরণ করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –