• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মিঠাপুকুরের কাফ্রিখাল ইউপি উপ-নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও মরহুম চেয়ারম্যান আশরাফুল ইসলামের কনিষ্ঠ ছেলে মাহমুদুল হাসান, সতন্ত্র প্রার্থী মোকছেদুল ইসলাম, হাফিজুর রহমান, বাবলুর রহমান ও ইলিয়াছ মিয়া।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের আকষ্মিক মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শুন্য হয়ে পড়ে। আগামী ৩০ ডিসেম্বর ওই ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য তফশীল ঘোষাণা করা হয়। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র কেনেন। মঙ্গলবার জমাদানের শেষ দিনে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার এমএ হান্নান বলেন, কাফ্রিখাল ইউপির উপ-নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –