• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

তারেকের সিদ্ধান্তে ক্ষুব্ধ শরিকরা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২  

তারেকের সিদ্ধান্তে ক্ষুব্ধ শরিকরা                           
বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে ক্ষুব্ধ শরিক দলগুলোর নেতারা। শুধুমাত্র বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়া শরিকদের কাউকেই সমাবেশে যোগ দিতে দেওয়া হচ্ছে না।

জানা গেছে, চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে চেয়েছিলেন এলডিপি নেতা অলি আহমেদ। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে তাকে জানান যে- এটি শুধুমাত্র বিএনপির সমাবেশ। অন্য কারো যোগদানের প্রয়োজন নেই। এজন্য শেষ পর্যন্ত চট্টগ্রামের সমাবেশে যোগ দেননি অলি আহমেদ।

একই ঘটনা ঘটেছে ময়মনসিংহেও। সেখানে সমাবেশে যোগ দিতে দেওয়া হয়নি বিএনপির শরিক দলগুলোর কোনো নেতাকর্মীকে।

খুলনায় বিএনপির সমাবেশে যোগ দিতে চেয়েছিলেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। কিন্তু তাকেও না করে দেওয়া হয়েছে। লন্ডনে পলাতক তারেক রহমানের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শরিকরা। অথচ এই শরিকদের সঙ্গেই সমাবেশ সফল করা নিয়ে কয়েক দফা বৈঠক করেছে বিএনপি। আর এখন তাদের বাদ দিয়েই তিন বিভাগে সমাবেশ করছে তারা।

শরিক দলগুলোর ক্ষুব্ধ নেতারা জানান, বিএনপির অস্তিত্ব এমনিতেই সংকটময় পরিস্থিতিতে আছে। এভাবে সব কর্মসূচি থেকে শরিকদের বাদ দিলে তারা আবারো খেই হারিয়ে ফেলবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিভাগীয় সমাবেশ নিয়ে তারেক রহমানের এমন সিদ্ধান্তে মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, অলি আহমেদ, রেজা কিবরিয়াসহ শরিক দলের নেতারা ক্রমশ বিএনপির ওপর ক্ষুব্ধ হয়ে উঠছেন। ভবিষ্যতে তারা বিএনপির সঙ্গে আর কোনো আন্দোলনে যোগ দেবেন কিনা এ নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –