• শনিবার ০৩ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৬ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

নতুন বছ‌রে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হ‌বে: ওবায়দুল কা‌দের

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

 
আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, নতুন বছ‌রে দ্বাদশ সংসদ নির্বাচনের মধ‌্য দি‌য়ে বাংলাদেশে গণতন্ত্রেরও নতুন যাত্রা শুরু হ‌বে।

শ‌নিবার দুপু‌রে রাজধানীর ধানম‌ন্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা ব‌লেন তিনি।

ওবায়দুল কা‌দের  ব‌লেন, নির্বাচন প্রতিদ্ব‌ন্দ্বিতামূলক হ‌বে। মানুষ ভো‌টের জন‌্য উন্মুখ হ‌য়ে আছে। বিএন‌পি যতই অপপ্রচার করুক, জনগণ তা‌দের কথায় কান দে‌বে না।  বিএন‌পি কি জনস্রোত দেখ‌তে পা‌চ্ছে না?

তিনি ব‌লেন, বিএন‌পি সম্পূর্ণভাবে ব্যর্থ হ‌য়ে‌ এখন লিফ‌লেট বিতরণের পর্যায়ে চ‌লে গে‌ছে। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হ‌লে লিফ‌লেট বিতরণে চ‌লে‌ যে‌তে পা‌রে। এগু‌লো ক‌রে তারা ভোটার‌দের ভোটদা‌নে বাঁধা সৃষ্টির চেষ্টা কর‌ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –