• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে উয়েফার তদন্তের আওতায় সার্বিয়া

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

মার্চে অনুষ্ঠিত কয়েকটি সন্দেহভাজন ম্যাচের বিষয়ে তদন্তের জন্য সার্বিয়া ফুটবল এসোসিয়েশনকে (এফএসএস) নির্দেশ দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রোববার বলকান দেশটির ফুটবল কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
এফএসএসের মুখপাত্র মিলান ভুকোভিচ এএফপিকে বলেন,‘ সম্ভাব্য অনিয়মের বিষয়ে আমরা কিছু তথ্য উয়েফার কাছ থেকে পেয়েছি। যেখানে ম্যাচের সততার অভাবের বিষয়ে ইঙ্গিত রয়েছে।’

স্পোর্টক্লাব স্পোর্টস চ্যানেলে বলা হয়, তাদের সুত্রের মাধ্যমে উয়েফা ‘বড়’ একটি বাজির ঘটনা শনাক্ত করেছে। যেটি ঘটেছে মার্চে অনুষ্ঠিত দুটি ম্যাচে। উয়েফা ইউরোপ ও এশিয়ার আদলে বেটিংয়ের কিছু আলামত পেয়েছে।

স্পোর্টক্লাব জানায়,‘ ওই দুই ম্যাচে দেখা গেছে এক দলের খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের গোল করার সুযোগ করে দিচ্ছে।’

সার্বিয়া ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নির্বাহি কর্তৃপক্ষ এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। শুধু এইটুকুই জানিয়েছে যে ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ তদন্ত শেষ হবার পর তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –