• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ম্যানইউয়ের জয়ে কপাল পড়ল লিভারপুলের

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

গতবারের রানার্স-আপ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অন্যদিকে চলতি দারুণ খেলে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স খেলার যোগ্যতা অর্জন করল ম্যানচেস্টার ইউনাইটেড। 

বৃহস্পতিবার রাতে (২৫ মে) ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে  এরিক টেন হাগের শিষ্যরা। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান অঁতনি মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস রাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান জোয়াও ফেলিক্স।এই জয়ে তিনে উঠে গেল ইউনাইটেড। শেষ হয়ে গেল লিভারপুলের শীর্ষ চারে থাকার কিঞ্চিৎ সম্ভাবনাটুকু। এরফলে সেরা চারের ফয়সালা হয়ে গেল শেষ রাউন্ডের আগেই। 

ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।

৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের ৭২ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –