• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

শেষ মুহূর্তের থ্রিলারে জিম্বাবুয়েকে হারাল শ্রীলংকা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৪  

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে কেড়ে নিয়েছিল বৃষ্টি। তবে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ে জিম্বাবুয়েকে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লংকানরা।

সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২০৮ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট আর ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

এদিন জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১০২ বলে ৮২ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। এছাড়া আর কেউ ফিফটির মাইলফলকে পৌঁছাতে পারেননি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন রায়ান বার্ল।

এছাড়া ওপেনার জয়লর্ড গামবি করেন ৩০ রান ও মিল্টন শাম্বা তোলেন ২৬ রান। অবশেষে ২০৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। 

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন মহেশ থিকসানা। এছাড়া ২টি করে উইকেট শিকার করেছেন দুশমন্হ চামিরা ও জেফ্রে ভনডারসে।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ১০০ রানের আগেই ৫ উইকেট হারায় শ্রীলংকা। সপ্তম উইকেটে ৬৪ বলে ৫৬ রানের জুটি গড়ে দলেক জয়ের দিকে নিয়ে যান জেনিথ লিয়ানেজ ও মহেশ থিকসানা। ১৮ রানে থিকসানা আউট হয়ে গেলে জুটি ভেঙে যায়। 

এরপর দলকে বিপদে ফেলে আউট হয়ে যান ১২৭ বলে ৯৫ রান করা জেনিথও। অবশেষে ৯ম উইকেটের সাহসী জুটিতে জয় পায় শ্রীলংকা।

থ্রিলার ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলংকা। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। আগামী ১১ জানুয়ারি সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে স্বাগতিকরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –