• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

‘আপনারা সব জানেন, তাও বারবার গুঁতান কেন?’

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪  

একসময়ের প্রিয় দুই বন্ধু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব এখন গোপন কিছু নয়। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে তাদের এই দ্বন্দ্ব আরো প্রকট রূপ ধারণ করে। সে সময় তুমুল আলোচনা-সমালোচনার পর এবারই প্রথম একসঙ্গে মাঠে নামেন তারা। তবে দুজন দুই দলের হয়ে।

শনিবার (২০ জানুয়ারি) বিপিএরের দশম আসরের নিজেদের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হয় রংপুর ও বরিশাল। তামিম বরিশালের অধিনায়কত্ব করলেও রংপুরের নেতৃত্ব ছিল নুরুল হাসান সোহানের কাঁধে।

লো স্কোরিং ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জয়োল্লাস করেছে তামিমের ফরচুন বরিশাল। ম্যাচ শেষে সাকিব-তামিম দু’জন হাত মিলিয়েছেন। তবে মাঠে মুখোমুখি দেখা হলেও কেউ কারোর সঙ্গে কথা বলেননি।

প্রায় ৪ মাস পর ২২ গজে ফিরে ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তামিম। যেখানে ছিল ১ ছক্কা ও ৫টি চারের মার। অন্যদিকে সাকিব ব্যাট হাতে ২ রানের বেশি করতে না পারলেও বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

জয়ের পর দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন বরিশাল অধিনায়ক তামিম। এসময় তার কাছে সাকিবের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাওয়া হয়। উত্তর দিতে গিয়ে খানিকটা রেগে যান সাবেক এ টাইগার অধিনায়ক। 

তারপর তামিম বলেন, ‘না কথা হয়নি। ওর সঙ্গে কথা বলার প্রশ্ন অপ্রয়োজনীয়। আপনারা সব জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার গুঁতান। আপনি সাকিবরে জিজ্ঞাসা করেন যদি কিছু জানার থাকে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –