• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল সাকিববিহীন রংপুর

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪  

রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে বিপিএলের দশম আসরের ঢাকা পর্বের প্রথম ধাপ শেষ হতে যাচ্ছে। যেখানে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস। এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

আজকের ম্যাচে রংপুর একাদশে নেই সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে তিনি। তবে দলটির জন্য সুখবর, আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

রংপুর রাইডার্স একাদশ: ব্রেন্ডন কিং, বাবর আজম, রনি তালুকদার, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান, মোহাম্মদ নবী, নুরুল হাসান (অধিনায়ক), শামীম হোসাইন, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও রিপন মন্ডল।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, জাকির হোসাইন, ইয়াসির আলী, বেনি হাওয়েল, বেন কাটিং, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা ও দুশান হেমন্থ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –