• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

করোনা: হেলিকপ্টারে ঢাকায় আনা হলো নীলফামারীর পৌর মেয়রকে

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

করোনা আক্রান্ত নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে নিয়ে হেলিকপ্টারটি সৈয়দপুর থেকে ঢাকায় পৌঁছে। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইএসপিআর জানায়, দেওয়ান কামাল আহমেদকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দেশে করোনা সংক্রমণের শুরু থেকে মেয়র দেওয়ান কামাল আহমেদ মাঠে সক্রিয় ছিলেন। তিনি পৌর এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। দায়িত্ব পালনের সময়ই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, রোববার (৫ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –