• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পীরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

রংপুরের পীরগঞ্জে যৌতুকের টাকা আদায়ে ধ্যযুগীয় কায়দায় স্ত্রীর হাত-পা বেঁধে মারধর করে পাষন্ড স্বামী জুয়েল মিয়া(৩৫)। পুলিশ হাত বাঁধা অবস্থায় আহত ওই গৃহবধূকে উদ্ধার করার পর তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।

সোমবার বিকেলে উপজেলার শানেরহাট ইউনিয়নের কাজীরপাড়া গ্রাম থেকে আহত বধূকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই জুয়েলের পরিবারের লোকজন পলাতক রয়েছে।

পুলিশ জানায়, কাজীরপাড়ার ডিপটি মিয়ার ছেলে জুয়েল রংপুর নগরীর ধর্মদাস মিলনপাড়ার নূরুল ইসলামের মেয়ে মুন্নিকে বিয়ে করেন। ১০ বছরের সংসারে তাদের একটি ছেলে শিশু রয়েছে। বিয়ের পর মুন্নির বাবার পরিবার জুয়েলকে বড় অঙ্কের টাকা যৌতুক দেয়। এরপরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে মুন্নিকে প্রায়ই মারধর করত জুয়েল। এ কাজে সহযোগিতা করত তার পরিবারের লোকজন।

ঘটনার দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও জুয়েলের পরিবারের সদস্যরা মুন্নিকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় বাবা নূরুল ইসলাম ৬ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেছেন বলেও জানায় পীরগঞ্জ থানা পুলিশ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –