• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনায় মসজিদে বিয়ের বিষয়টি প্রশংসনীয়: মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশিত: ১ জুন ২০২১  

চলমান করোনা পরিস্থিতিতে মসজিদে সীমিত পরিসরে বিয়ের বিষয়টি প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গতকাল সোমবার  মন্ত্রিসভা বৈঠক (ভার্চুয়াল) শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর মধ্যে কয়েকটা বিষয় আমার নলেজে এসেছে, মসজিদে গিয়ে এরপর মেয়ের বাসায় গিয়ে ৪-৫ জন মিলে বিয়ে পড়িয়ে বউ নিয়ে এসেছেন। আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং ধন্যবাদ জানাই যারা এ কাজগুলো করছেন।

স্বাস্থ্যবিধির বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধির বিষয়ে বার বার অনুরোধ করেছেন; প্রধানমন্ত্রী ও পুরো কেবিনেট। এরপরও দেখা যায় অনেক লোক মাস্ক পরেন না। এটা তো আমাদের সবাইকে কো-অপারেট করতে হবে। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হওয়ার সুযোগ আছে। আমরা যদি সবাই মাস্ক ব্যবহার করি, ডেফিনেটলি (নিশ্চিতভাবে) এটা কমে যাবে। সেজন্য আপনারা (গণমাধ্যম) কাইন্ডলি সবাইকে বলবেন, যে যেখানে আছেন মাস্কটা যেন ব্যবহার করি, স্যানিটাইজার যেন ব্যবহার করি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –