• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

চা উৎপাদনে বৃহত্তর চট্টগ্রামকে ছাড়িয়ে গেছে পঞ্চগড়

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

পঞ্চগড়ের সমতলের চা শিল্প চা উৎপাদনে বৃহত্তর চট্টগ্রামকে ছাড়িয়ে গেছে। এরইমধ্যে জেলায় সমতলে নতুন মৌসুমের চা তোলা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে চা তোলার পাশাপাশি চালু হয়েছে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোও। 

জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাস চা বাগান প্রুনিংয়ের জন্য চা উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। এবার চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি কেজি (তৈরি চা)। এরই মধ্যে পঞ্চগড়ের সমতলের চা শিল্প চা উৎপাদনে বৃহত্তর চট্টগ্রামকে ছাড়িয়ে গেছে। 

গত বছর পঞ্চগড়ের সমতলে তৈরি চা উৎপাদন হয়েছে ১ কোটি ৩ লাখ কেজি। পঞ্চগড়ে ২০০০ সাল থেকে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। জেলায় বর্তমানে ৯টি নিবন্ধিত চা বাগান (টি এস্টেট), ১৬ টি অনিবন্ধিত চা বাগান, ৯৯৮টি নিবন্ধিত ক্ষুদ্রায়তন চা বাগান এবং ৫ হাজার ৫০০ অনিবন্ধিত ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন এর পরিধি আরো বাড়ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –