• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ শুরু

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

রংপুর নগরীর প্রধান সড়কসহ পাড়া মহল্লার সড়ক ও জনসমাগম এলাকাগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটানো শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ শুরু করে সিটি কর্পোরেশনের পানিবাহী ট্রাক।

এছাড়া কাচারি বাজার, সিটি করপোরেশন, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, রিপোর্টার্স ক্লাব লেন, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, খামার মোড়, লালবাগসহ নগরের প্রধান সড়ক সংলগ্ন এলাকায় স্প্রে করার উদ্যোগ নেয়া হয়ছে বলে জানায় সিটি কর্পোরেশনে কর্মরত এক কর্মকর্তা।

রংপুর সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা জানান, পানিবাহী ট্রাক গাড়ি ব্যবহার করে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। নগরীর রাস্তাঘাট, মার্কেট, জনসমাগম এলাকাগুলো এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনাভাইরাসমুক্ত রাখতে পর্যায়ক্রমে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় জলকামান দিয়ে এই কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –