• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বিমানের বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম ‘ধ্রুবতারা’

প্রকাশিত: ৬ মে ২০২১  

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের প্রথমটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সোমবার যুক্ত হচ্ছে। সব মিলিয়ে তিনটি ড্যাশ ৮ উড়োজাহাজ যুক্ত হলে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়বে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ চুয়াত্তর সিটের উড়োজাহাজ। পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধার এ উড়োজাহাজে রয়েছে হেপা (এইচইপিএ) ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে।

এছাড়া এ উড়োজাহাজে বেশি লেগস্পেস, এল ই ডি লাইটিং ও প্রশস্ত জানালা থাকায় আরামদায়ক পরিবেশে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটিসহ বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৯। এর মধ্যে ১৪টি নিজস্ব ও পাঁচটি লিজ। নিজস্ব ১৪টির মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ ইআর চারটি, বোয়িং ৭৮৭-৮ চারটি, বোয়িং ৭৮৭-৯ দুটি, বোয়িং ৭৩৭ দুটি এবং ড্যাশ-৮ দুটি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –