• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে নামাজ আদায়

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলছে লকডাউন। বিধি-নিষেধের ২য় দিনে ঘর থেকে মানুষের বাইরে আসার প্রবণতা কম ছিল। তবে অনেক মসজিদে দূরত্ব রজায় রেখে নামাজ আদায় করতে দেখা গেছে। ইমামরা বলছেন, মসজিদে দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছেন তারা।

আজ মাগরিবের নামাজের পরে রাজধানীর মিরপুর এলাকার একাধিক মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়। এ বিষয়ে ‌‘মসজিদুল ফারুক’ এর মোয়াজ্জেম বলেন, মুসল্লিদের অনেক বুঝিয়েছি তারা যেন সরকারের বিধি-নিষেধ মানেন। মসজিদের গেটে সরকারের নির্দেশনা টানিয়ে দেওয়া হয়েছে। এরপর মুসল্লিরা কোনো কথা শুনতে চান না। তবে যারা আসছেন তারা দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছেন। 

বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম বলেন, সজিদে দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করা হচ্ছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –