• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার দুস্থদের মাঝে বিতরণ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

রেলপথমন্ত্রী এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম সুজন বলেছেন, গরীব মানুষ যেন কষ্ট না পায়।  আওয়ামীলীগ সরকার তা জানে। বঙ্গবন্ধুর সারাজীবনের  রাজনীতি ছিল যেন, গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানো। তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তার অসমাপ্ত কাজ গুলো বাস্তবায়ন করছে। 

আজ বৃহস্পতিবার  (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দুস্থ ও অসহায় মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

এসময় তিনি আরোও বলেন, আমরা তেল দেয়া মাথায় তেল দেই না।  গরিব অসহায় মানুষদের কিভাবে সরকারী সহযোগিতা করা যায় তার চিন্তা বর্তমান সরকারের রয়েছে। আমরা এই ত্রাণকার্যক্রম পরিচালনা করছি। এ কার্যক্রমের আজ শুরু হলো,পর্যায়ক্রমে জেলার ৪৩ টি ইউনিয়ন দেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা  উপজেলা পরিষদের  চেয়ারম্যান ফারুক আলম টবি,নির্বাহী অফিসার সোলেমান আলী,বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –