• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে বেশি দামে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১  

পবিত্র মাহে রমজান ও প্রচণ্ড তাপদাহকে কাজে লাগিয়ে তরমুজ কেজি দরে বেশি দামে বিক্রি করায় পঞ্চগড়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বাজারের ফলপট্টিতে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউন ও মাহে রমজানকে কেন্দ্র করে পঞ্চগড়ের কিছু ব্যবসায়ী ৬০-৯০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিল। বুধবার দুপুরে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বাজার মনিটরিং করেন। এ সময় বেশি দামে কেজি দরে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন।  

এ বিষয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ জানান, বুধবার দুপুরে পঞ্চগড় বাজারে অধিক দামে তরমুজ বিক্রি ও দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাকি ব্যবসায়ীদের বেশি দামে তরমুজ বিক্রি না করতে পরামর্শ দেওয়া হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –