• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে ভুমি সেবা সমপ্তাহ ২০২১ উদ্বোধন

প্রকাশিত: ৬ জুন ২০২১  

সারাদেশের ন্যায় পঞ্চগড়েও শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ।  এ উপলক্ষে  রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ভুমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক  ডাঃ সাবিনা ইয়াসমিন।

 অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নাএর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, সহকারী ভুমি অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা সাধারন ভুমি মালিকদের উদ্দ্যেশে বলেন, ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতাসহ বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়।  ধারন মানুষ যেন তার বাসা থেকে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদিত করতে পারে । এতে করে মানুষের ভোগন্তি কমবে। মানুষ এখন ঘরে বসে থেকেই তাদের জমিজমার সকল কাজ সহজ উপায়ে করতে পারবে। ভ্মির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করা হবে।

পরে ১১ জন ভুমিহীনদের মাঝে ঘরসহ জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –