• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে মাস্ক পড়তে অভিনব প্রচারণায় একদল তরুণ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

পঞ্চগড় শহরে করোনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে এবং সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করার জন্য এক অভিনব প্রচারণায় নেমেছে একদল তরুণ। বলছি হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের কথা। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের কারো হাতে রয়েছে মাস্কের প্যাকেট আর কারোর হাতে রয়েছে খাবার, আর কারো হাতে রয়েছে সাবান, আর এক তরুণ হ্যান্ড মাইক দিয়ে করোনা ভাইরাস বিষয়ে নানা সচেতনতামূলক বাণী প্রচার করছেন। 

যেসব রিকসা ও ভ্যানচালকরা সঠিক নিয়মে মাস্ক পরে গাড়ি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা তাদের হাতে  তুলে দিচ্ছে খাবার  ও সাবান। উদ্দেশ্য একটাই করোনা ও মাস্ক বিষয়ে জনসাধারণকে সচেতন করা। বুধবার সকালে এমন অভিনব প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। এসময় প্রধান অতিথি সবাইকে মাস্ক পরতে ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে অনুরোধ করেন।  

পঞ্চগড় শহরের বিভিন্ন জায়গায় রিকশা, ভ্যানচালক ও দোকানদার এবং পথচারীদের মাঝে  ৫০০০ মাস্ক বিতরণ করল হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা রিকসা, ভ্যানচালক দোকানদার পথচারীদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সঠিক নিয়মে মাস্ক পরার নিয়ম কানুনও শিখিয়ে দেন। এসময় স্বেচ্ছাসেবকরা রিকসা, ভ্যানচালক থেকে শুরু করে শহরে আগত দুস্থ ও গরীব মানুষদের মাঝে খাবার, মাস্ক ও সাবান তুলে দেন।

সবাইকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে এমন অভিনব প্রচারণায় নেমেছি বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি।

মাস্ক বিতরন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিপেন চন্দ্র রায়, জ্যতিষ চন্দ্র রায়সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
 
দেশে করোনা ভাইরাসের শুরু থেকেই সংগঠনটি গরীব ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ পত্র সরবরাহ করে আসছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –