• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪  

বইমেলা থেকে বিতাড়িত হওয়ার ঘটনায় অভিযোগ জানানোর জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দ্বারস্থ হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

বৃহস্পতিবার দুপুরের দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।

হিরো আলম বলেন, একজন মানুষকে শুধু বইমেলা থেকে না, যেকোনো স্থান থেকে কেউ কাউকে বের করে দিতে পারে না। সেখানে আমাকে বইমেলায় দুয়োধ্বনি দেওয়া হয়েছে। আর বিষয়টি আমার কাছে উত্ত্যক্তের বলে মনে হয়েছে। এ কারণে আমি ডিবি কার্যালয়ে এসেছি।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনিতে মেলা ছাড়তে বাধ্য হন হিরো আলম।

ঐদিন বিকেল চারটার দিকে পাঠক-দর্শনার্থীদের বেশ ভিড় ছিল বইমেলায়। তখন নিজের লেখা বই হাতে নিয়ে পাঠকদের কেনার জন্য উৎসাহিত করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই একদল দর্শনার্থী ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনিত দেওয়া শুরু করেন।

একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে নিজ থেকেই বইমেলা থেকে বের হতে উদ্যত হন হিরো আলম। পরে মেলায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বেষ্টনী দিয়ে বের হয়ে যেতে সাহায্য করে তাকে।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়। এর আগে গত ৯ ফেব্রুয়ারি দুয়োধ্বনির কারণে বইমেলা থেকে বের হয়ে যান আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা। এরপর একই ঘটনা ঘটে ডা. সাবরিনার সঙ্গেও।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –