• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাল্যবিয়ে রোধে দিনেই হতে হবে সব বিয়ে

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

লালমনিরহাটের ডিসি মো. আবু জাফর বলেছেন, কোনো বিয়ে রাতে হবে না। এখন থেকে দিনের আলোয় ইউপি কার্যালয়ে সব বিয়ে হবে।

বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব কথা বলেন তিনি।

ডিসি বলেন, বাল্যবিয়ে রোধে কাউকে ছাড় দেয়া হবে না। সব বিয়ের আনুষ্ঠানিকতা সংশ্লিষ্ট ইউপির নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে শেষ করতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করলেও পরে গোপনে সেই বিয়ে হয়ে যায়। এক্ষেত্রে ইউপি চেয়ারম্যানদের ব্যবস্থা নেয়ার কথা থাকলেও তারা তা করছেন না। তাই এখন থেকে যেখানে বাল্যবিয়ে হবে সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. কাসেম আলী, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –