• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপির জোট ছেড়ে নতুন প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা অলির

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এবার নতুন প্ল্যাটফর্ম গঠনের জোর চেষ্টা চালাচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ।
সেই প্রচেষ্টার অংশ হিসেবে জামায়াতের মতো বিতর্কিত ও নিষিদ্ধ দলের পুনর্বাসনে জোর তৎপরতা চালাতে দেখা যাচ্ছে তাকে।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপিকে দোষারোপ করে জামায়াতের পক্ষ নিয়ে অলি আহমেদ বলেন, বিএনপি একটি স্বার্থপর দল। তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সব দলকে আমন্ত্রণ জানাতে পারলো, কিন্তু তাদের জোট দল জামায়াতকে আমন্ত্রণ জানালো না। এতে বিএনপির হীনমন্যতা প্রকাশ পেলো। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমার লজ্জা লাগে আমি বিএনপির সঙ্গে জোটভুক্ত রাজনীতি করি।

এদিকে জামায়াতকে পুনর্বাসন করার এ প্রচেষ্টার তীব্র প্রতিবাদ করে বিএনপির এক সিনিয়র নেতা বলেন, অলি আহমেদ জামায়াতকে নিয়ে মনগড়া কথা বলেছেন। তার দাবি, জামায়াতের বিষয়ে অলির এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও অপ্রত্যাশিত। অলি তো নিজেও একজন মুক্তিযোদ্ধা। সুতরাং জামায়াতের প্রশংসা করাটা উদ্দেশ্যমূলক।

তিনি আরো বলেন, আমার ধারণা জামায়াতের কাছ থেকে বড় ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস পেয়েই এ প্রজেক্ট চালু করতে যাচ্ছেন অলি।

এ বিষয়ে অলি আহমেদের ঘনিষ্ঠ এক নেতা বলেন, রাজনৈতিক দৈন্যদশা ও হতাশা থেকে অলি আহমেদ জামায়াতের দালালি করা শুরু করেছেন। একজন প্রকৃত দেশপ্রেমিক কখনোই জামায়াতের মতো দেশবিরোধী শক্তির তাঁবেদারি করবে না। নতুন জোট করে রাজনীতিকে বিতর্কিত করতে জামায়াতের পাতানো ফাঁদে পা দিয়ে অলি লাফঝাঁপ করছেন।

তিনি আরো বলেন, অলি আহমেদ জামায়াতের প্রলোভনে পা দিয়ে ঐতিহাসিক ভুল করতে যাচ্ছেন। জামায়াতের দালালি করলে ইতিহাস তাকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –