• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শেখ হাসিনার প্রতি ফিলিস্তিনিদের ভালোবাসা

প্রকাশিত: ১৪ মে ২০২১  

যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনে। মুহুর্মুহু হামলা করছে ইসরায়েল। এমন অবস্থায় ঈদ উদযাপন করছে ফিলিস্তিনিরা। এই সময়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফিলিস্তিনিদের ভালোবাসার বিষয়টি সামনে এসেছে।

গাজা ও আল আকসায় ইসরায়েলের হামলার পর বাংলাদেমের প্রতিক্রিয়ায় খুশি ফিলিস্তিন। এ কারণে শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাতে একটি বাড়ির নাম রাখা হয়েছে শেখ হাসিনা।

ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমজান এই তথ্য জানিয়েছেন। কূটনৈতিক অবস্থানে বরাবর ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশ।

রাষ্ট্রদূত জানান তার দেশে কেন একটি বাড়ির নাম শেখ হাসিনা রাখা হয়েছে। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিনিরা অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধাবোধ থেকে একটি বাড়ির নাম ‘শেখ হাসিনা’ রাখা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –