• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

অবৈধ সম্পদ অর্জন: দিনাজপুরে স্ত্রীসহ ওসির বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আনোয়ারা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ উপার্জন ও তথ্য গোপনের অভিযোগে এ মামলা করা হয়। ২৯ জানুয়ারি মামলা করেন দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম।

দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয় সূত্র জানায়, বীরগঞ্জ থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেন বর্তমানে রাঙ্গামাটি থানায় কর্মরত আছেন। তিনি ও তার স্ত্রী আনোয়ারা পারভিন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীর বিপরীতে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৬৭১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। সেই সঙ্গে ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৬৫৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখলের অভিযোগে এই মামলা করা হয়েছে। 

দুদক জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে। মামলার অভিযোগপত্র প্রদানের বিষয়ে তদন্ত চলছে। পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিভিন্ন সময়ে অবৈধ উপায়ে এসব অর্থসম্পত্তি অর্জন করেন, যা নিজের এবং স্ত্রীর নামে সংরক্ষণ করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –