• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

স্বস্তির পরশ ছড়িয়ে রংপুরে ঝরল বৃষ্টি

প্রকাশিত: ২ মে ২০২৪  

দীর্ঘ ১৫ দিনের বেশি দাবদাহের পর রংপুরের বিভিন্ন স্থানে রাতে বৃষ্টির দেখা মিলেছে। ফলে স্বস্তি ফিরেছে এলাকায়।

বুধবার (১ মে) দিবাগত রাত ২টার পর জেলার বদরগঞ্জ, পীরগাছা ও মিঠাপুকুরে বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বদরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সাথি রহমান জানান, রাত দুইটার পর হঠাৎ বৃষ্টির শব্দ শুনতে পান তিনি। কিন্তু তৎক্ষণাৎ বৃষ্টি পরা বন্ধ হয়ে যায়। টানা দাবদাহের পর এটুকুই অনেক স্বস্তির বলে জানান তিনি।

মিঠাপুকুর উপজেলার আশরাফুল ইসলাম বলেন, মাঝরাতে টিনের চালে কয়েক ফোটা বৃষ্টির শব্দ শুনতে পান তিনি।

পীরগাছা উপজেলার বাসিন্দা আব্দুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। পরে মাঝরাতে কয়েক ফোটা বৃষ্টি পরে।

রংপুর আবহাওয়া অধিদফতর জানায়, রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে, তবে কত মিলিমিটার তা পরিমাপ করা সম্ভব হয়নি।

এদিকে বৃহস্পতিবার সকালে রংপুরের আকাশে সূর্য উঠলেও আবহাওয়া শীতল রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর। রংপুর অঞ্চলে বৃহস্পতিবার দিনে বা রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –