• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০  

ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপি’র কুশলপুর গ্রাম এলাকায় মোঃ মমতাজুর রহমানের তফশিল ভুক্ত জমি থেকে জোর পূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন মমতাজুর।

লিখিত অভিযোগে জানা যায়- দৌলতপুর ইউপির হড়হড়িয়াপাড়া কুশলপুর বালু মহলের সরকারি কোন ইজারা নেই। উপজেলার বারাই পাড়া মৌজায় বালু মহাল সরকারি ভাবে ইজারা আওতাভুক্ত হয়েছে। কুশলপুর মৌজায় মমতাজুর রহমানের ১.২৪ শতক জমি রয়েছে। একই গ্রামের মৃত সাদেক আলী মন্ডল (নবানু) মন্ডল এর পুত্র মশিউর রহমান, মোঃ আব্দুল আজিজ মন্ডল, মতিয়ার রহমান, কুশলপুর গ্রামের মৃত রমজান আলীর পুত্র মোঃ আব্দুল হামিদ এবং একই গ্রামের মৃত কফির উদ্দিনের পুত্র মোঃ ইসরাইল গংরা জোর পূর্বক মমতাজুর রহমানের জোত জমি থেকে অন্যায়ভাবে শ্যালো মেশিন এবং ড্রেজার দ্বারা জমি হতে বালু উত্তোলন করছে। 

বার বার নিষেধ করার পরও উল্লেখিত ব্যক্তিরা বাধা মানছে না। বে-আইনীভাবে দিনরাত বালু উত্তোলন করে বাণিজ্যিক ভিত্তিতে বালু বিক্রয় করছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে অচিরেই নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে এলাকার হাজার হাজার মানুষের আবাদি জমির অফুরন্ত ক্ষতি সাধন হবে। ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী কোন কথা বলতে সাহস পাননা। 

দ্রুত প্রশাসন কোন ব্যবস্থা না নিলে ঐ এলাকার কৃষকেরা অফুরন্ত ক্ষতির মধ্যে পড়বেন। এ ব্যাপারে এলাকাবাসী ও জমির মালিক মোঃ মমতাজুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –