• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

বয়স ১০৫, বেঁচে থাকলে আবারো ভোট দেবেন আলিমুদ্দিন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১  

বৃহস্পতিবার সকাল ৯.০০। বয়সের ভারে কুঁজো হয়ে পড়া আলিমুদ্দিন মুন্সি এসেছেন মাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন।

১০৫ বছর বয়সী এ প্রৌঢ় আনসার সদস্যদের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে গেলেন। ভোট দিয়ে আবার আনসার সদস্যদের কাঁধে ভর দিয়েই বের হয়ে এলেন। জানালেন বেঁচে থাকলে আরো ভোট দেওয়ার ইচ্ছা আছে তার।

আলিমুদ্দিন মুন্সির স্ত্রী এখনো বেঁচে আছেন। তার বয়সও ৯০ বছরের বেশি বলে দাবি করলে এ বৃদ্ধ।

ভোট দেওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি জানান, ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। জীবনের শেষ প্রান্তে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের মাহেরপুর গ্রামের বাসিন্দা আলিমুদ্দিন মুন্সি।

এক ছেলে ও এক মেয়ের জনক আলিমুদ্দিন মুন্সি কিছুদিন আগে ছেলেকে হারিয়েছেন। এখন পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে একই বাড়িতে বসবাস করছেন এ বৃদ্ধ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –