• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে ১১ ইউনিয়নে নৌকার জয়

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১  

দ্বিতীয় দফার নির্বাচনে রংপুরের দুই উপজেলার ১৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১জন, স্বতন্ত্র ছয়জন ও জাতীয়পার্টির একজন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে পীরগাছায় আওয়ামী লীগের তিনজন, জাতীয়পার্টির একজন ও স্বতন্ত্র চারজন এবং পীরগঞ্জে আওয়ামী লীগের আটজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পীরগাছার পারুল ইউনিয়নে তোফাজ্জল হোসেন (নৌকা), ইটাকুমারী ইউনিয়নে আবুল বাশার (নৌকা), অন্নদানগরে আমিনুল ইসলাম (নৌকা), পীরগাছা সদরে মোস্তাফিজুর রহমান রেজা (স্বতন্ত্র-বিএনপি), ছাওলায় নজির হোসেন (স্বতন্ত্র-বিএনপি), কান্দি ইউনিয়নে আব্দুস ছালাম আজাদ জুয়েল (স্বতন্ত্র-বিএনপি), তাম্বুলপুরে বজলুর রশিদ মুকুল(স্বতন্ত্র-জামায়াত) এবং কৈকুড়িতে নুর আলম (জাতীয় পার্টি) নির্বাচিত হয়েছেন।

একইভাবে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নে আরিফুজ্জামান শাহ্ (নৌকা), ভেন্ডাবাড়িতে সাদেকুল ইসলাম সাদেক (নৌকা), বড় দরগায় শিলা আক্তার (স্বতন্ত্র), কুমেদপুরে আমিনুল ইসলাম (নৌকা), মদনখালীতে নূর মোহাম্মদ মন্জু (স্বতন্ত্র), টুকুরিয়ায় আতাউর রহমান (নৌকা), শানেরহাটে মেজবাহুল (নৌকা), পাঁচগাছীতে বাবলু মিয়া (নৌকা), চতরা ইউনিয়নে এনামুল হক শাহীন (নৌকা) ও কাবিলপুরে রবিউল ইসলাম (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –