• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১  

দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা এবং বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালককে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবাবগঞ্জ -পীরগঞ্জ সড়কের গাজীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাবার নাম কবিরুল ইসলাম (৪০) তার ছেলে কাওসার রহমান (১১)। তারা উপজেলার দাউদপুর ইউনিয়নের ভল্ববপুর( জামবাড়ি) এলাকার বাসিন্দা। নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে দিকে পীরগঞ্জ এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে কবিরুল ইসলাম স্ত্রী ও সন্তানদের নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক গাজীপুরে এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে শিশু কাউসার রহমান মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কবিরুল ইসলামকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –